Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

চেঙ্গের খাল নদীর তীর ঘেষে গড়ে ওঠা এ জনপদের অবস্থান সিলেট সদর উপজেলার একেবারে উত্তর প্রান্তে। ইউনিয়ন পরিষদ গঠনের পূর্বে চেঙ্গের খাল নদীর উত্তর পাশের ২৮টি গ্রাম কে একত্রে রাজার গাঁও নামে ডাকা হতো। ১৯৬২ সালে ইউনিয়ন পরিষদ গঠনের সময় এ জনপদের নামকরণ করা হয় হাটখোলা।

৫নং ওয়ার্ডের বড়ককপন নিবারী মোঃ আব্দুল হাসিব ছিলেন এ ইউনিয়নের প্রথম চেয়ারম্যান। এর পর ৪নং ওয়ার্ডের পাগইল গ্রাম নিবাসী মোঃ আব্দুস সোবহান অত্র ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন যিনি 1979 ইং থেকে 1997 ইং পর্যন্ত প্রায় 14 বছর চেয়ারম্যান পদে বহাল ছিলেন।