বাদাঘাট ব্রীজ:
চেঙ্গের খাল নদীর উপর এ ব্রীজ এর নির্মাণ সাল ২০০৩ ইং।
সদর উপজেলার হাটখোলা ও জালালাবাদ ইউনিয়নের সাথে উপজেলা ও জেলা অফিসের যোগসূত্র স্থাপনে এ ব্রীজের ভূমিকা অপরিসীম।
নদীর উত্তরাঞ্চলে উৎপন্ন বিপুল পরিমাণ সবজি আজ বিক্রি হয় দেশের বিভিন্ন জেলায় যা এ ব্রীজ ছাড়া অসম্ভব ছিল।
সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অধিকাংশই বাস করেন শহরাঞ্চলে। এই ব্রীজ তাদের যাতায়াতকে সহজতর করেছে।
হাটখোলা জালালাবাদের প্রাণকেন্দ্র শিবের বাজারে বিক্রয়ের জন্য যেসব পণ্য আনতে প্রচুর পরিমাণে অর্থ এবং সময় ব্যায় হতো
তার অধিকাংশই বাঁচিয়ে দিয়েছে এ ব্রীজ।
পক্ষান্তরে এ ব্রীজ হওয়ায় কোম্পানীগঞ্জ- ভোলাগঞ্জের সাথে সিলেট সদরের বাইপাস রাস্তা সৃষ্ঠি হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস