Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

**এক নজরে ২নং হাটখোলা ইউনিয়ন

 

 উপজেলা: সদর,

জেলা: সিলেট।

স্থাপিত: ১৯৬১ ইং

উপজেলা হতে সড়কপথে দূরত্ব

২০কি: মি

আয়তন

৮৬৯৪ বর্গ কিলোমিটার

সীমানা

পূর্বে: গোয়াইনঘাট, পশ্চিমে: ১নং জালালাবাদ ইউ/পি,

 

উত্তরে: কোম্পানীগঞ্জ, দক্ষিণে: চেঙ্গেরখাল

ইউ/পি চেয়ারম্যানের নাম ও মোবাইলনং

হাজী জমির উদ্দিন, মোবা: ০১৭১৮০৯০৭৯৬

ইউ/সচিবের নাম ও মোবাইল নং

মোঃ আব্দুল কাইয়ুম, মোবা: ০১৭১৪৩৬৪৭১৪

মৌজার সংখ্যা

৮টি

গ্রামের সংখ্যা

২৬টি

জনসংখ্যা

৩২৯৫০জ ন, পুরুষ ১৭,০১৬ জন, মহিলা ১৫৬৩৪ জন।

খানার সংখ্যা

৩৫৯৬টি

১০

ভোটার সংখ্যা

পুরুষ ৬৭৭৪জন, মহিলা: ৭৪২৮জন, মোট ১৪২০২ জন।

১১

জমির পরিমাণ (একরে)

৪৫৬০ একর। কৃষি২৮৬০ একর, অকৃষি ১৮০০ একর।

১২

নলকূপের সংখ্যা

অগভীর ২৭৫টি, গভীর ৫টি, তারাপাম্প ২০টি।

১৩

শিক্ষার হার

৪০%

১৪

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা:

সরকারী ৮টি, বেসরকারী ৪টি, কমিউনিটি ১টি।

১৫

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা:

সরকারী ০টি। বেসরকারী ০টি।

১৬

মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা:

২টি।

১৭

কলেজের সংখ্যা:

০টি।

১৮

মাদ্রাসার সংখ্যা:

সরকারী ১টি, বেসরকারী ৪টি।

১৯

অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান:

১০টি।

২০

ধর্মীয় প্রতিষ্ঠান:

মসজিদ ৫০টি, মন্দির ৩টি, অন্যান্য ০টি।

২১

রাস্তা ও সড়কের সংখ্যা:

পাকা ২৫কি: মি:, এইচবিবি ২কি: মি:, কাঁচা ১০কি: মি:।

২২

সায়রাত মহালের সংখ্যা:

হাটবাজার ৩টি, বালুমহাল ০টি, জলমহাল ০টি, পাথরমহাল ০টি, অন্যান্য ০টি

২৩

জন্ম নিবন্ধনের সংখ্যা ও শতকরা হার:

মোট ৩০৬১৫ জন, পুরুষ ১৫৯৮১ জন, মহিলা ১৪৬৩৪ জন,

২৪

স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার কারী পরিবার:

৩০৪০, শতকরা হার: ৮২%

২৫

সক্ষম দম্পতির সংখ্যা:

৩৭৮৪

২৬

পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতির সংখ্যা:

২৮৯০

২৭

ব্যংকের শাখা:

১) বাংলাদেশ কৃষি ব্যাংক

২) গ্রামীণ ব্যাংক