Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

নদী

ক্রমিক

নাম

বর্ণনা

 

 

 

চেঙ্গের খাল নদী

সুরমানদী হতে উৎপন্ন এ নদীর অবস্থান হাটখোলা ইউনিয়নের দক্ষিণ প্রান্তে।এ নদীর উপর অবস্থিত বাদাঘাট সেতু অত্র এলাকার সর্ব বৃহৎ সেতু। নদীটি ৮নং  মোগলগাঁও ইউনিয়ন এবং ৮নং কান্দিগাঁও ইউনিয়ন থেকে হাটখোলা ইউনিয়ন কে পৃথক করেছে।

ভাদেশ্বর নদী

এ নদীর অবস্থান হাটখোলা ইউনিয়নের উত্তরপূর্ব কোণে। দনীর উত্তর পূর্বের ১নং ব্লক তথা ১, ২ ও ৩নং ওয়ার্ডের অবস্থান এ নদীর পূর্ব পাশে।

খাল

রাজার খাল

ভাদেশ্বর নদী ও চেঙ্গের খাল নদীর সংযোগকারী উত্তর-দক্ষিণমুখী এ খাল হাটখোলা ও সতর গ্রামের মাঝদিয়ে এসে পাগইল গ্রামকে দুই ভাগ করে ভাদেশ্বর নদীতে মিশেছে।

শিবের খাল

 রাজার খাল হতে উৎপন্ন এ খাল শিবের বাজারের ভেতর দিয়ে গিয়ে বাছাইর গাং-এ মিশেছে।